সৈকত দাস,(হাওড়া): ভারতের ৭৬ তম সাধারণতন্ত্র দিবস উৎযাপন করলেন ছোটদের মাঝখানে বসে নিজো হাতে ছবি এঁকে ,মন্ত্রী মনোজ তিওয়ারি ।
হাওড়ার বালটিকুড়ি মোল্লা পাড়া সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে আয়োজিত ছোটদের জন্য বসে আঁকো প্রতিযোগিতায় এমনি চিত্র ধরা পরলো আমাদের সংবাদ মাধ্যমর ক্যামেরায়। যেখানে সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির আমন্ত্রণে উপস্থিত হয়ে ছোটদের হাতে আঁকার সরঞ্জাম তুলে দেয়ার পর, ছোটদের উৎসাহিত করতে নিজেই ছোটদের মাঝখানে বসে সাদা কাগজে পেন্সিলের টান দিয়ে জাতীয় পতাকার ছবি এঁকে ফেললেন। ঠিক যেমনটি আমরা দেখেছি সিনেমার তারকা আমির খানের “তারে জামিন পর” মুভিতে এতদিন ধরে তাঁকে ব্যাট হাতে দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু আজকে ব্যতিক্রম। তিনি জানান, সংবাদ মাধ্যমে , তিনি ছোট বেলায় ছবি আঁকতে ভালো বাসতেন, ক্রিকেট খেলার মাঠ যেমন তার কাছে প্রিয় ছিল, তেমনি আঁকা টাও ছিল তার অত্যন্ত পছন্দের, তাই তিনি এই অনুষ্ঠানে এসে হারিয়ে গেলেন ছোটদের মাঝখানে তাঁর ছোট বেলার স্মৃতি রোমন্থন করতে। এবং তিনি জানান, পরবর্তী সময়ে আবার তিনি ছবি এঁকে প্রকাশ করবেন তাঁর নিজস্ব সোস্যাল মিডিয়া পেজে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলোক মাইতি (৪৯ নং ওয়ার্ড প্রেসিডেন্ট) সামসেদ আলম, মহম্মদ জাহাঙ্গীর,সহ আরো অন্যান্য সদস্যরা।