কলকাতাজেলাদেশপ্রসাশনিক খবররাজনৈতিকরাজ্য

বাংলায় নজিরবিহীন প্রশাসনিক রদবদল — ভোট প্রস্তুতিতে একযোগে বদলি ৫২৭ আধিকারিক

নিজস্ব প্রতিনিধি: কলকাতা:-

রাজ্যে নজিরবিহীন প্রশাসনিক রদবদল। একযোগে বদলি হলেন ৫২৭ জন সরকারি আধিকারিক, যার মধ্যে রয়েছেন ৬৭ জন আইএএস (IAS) এবং ৪৬০ জন ডব্লিউবিসিএস (WBCS) এক্সিকিউটিভ অফিসার। ভোটের প্রস্তুতি ও বিশেষ ভোটার তালিকা সংশোধন কর্মসূচির (Special Intensive Revision – SIR) প্রাক্কালে এই ব্যাপক রদবদল ঘটাল রাজ্য প্রশাসন।

রদবদলের তারিখ ও পরিধি

সরকারি নির্দেশ অনুযায়ী, এই রদবদলের আদেশ জারি হয়েছে ২৪ অক্টোবর ২০২৫ তারিখে। বদলি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন মোট ১৪ জন জেলা শাসক (District Magistrate), একাধিক সাব-ডিভিশনাল অফিসার (SDO), ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) এবং পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তরের আধিকারিকরাও।
সূত্রের খবর, দীর্ঘদিন একই দায়িত্বে থাকা বহু আধিকারিককেই বদলি করা হয়েছে— যাতে নির্বাচনের আগে প্রশাসনিক কাঠামোয় নতুন গতি আনা যায়।

প্রশাসনিক প্রেক্ষাপট

রাজ্যে আসন্ন নির্বাচনী প্রস্তুতি ঘিরেই এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যজুড়ে ভোটার তালিকা পুনর্নবীকরণের বিশেষ কর্মসূচি (SIR) শুরু করেছে। সাধারণত এই ধরনের সময়ে দায়িত্বে থাকা আধিকারিকদের নিরপেক্ষতা ও কার্যকারিতা বজায় রাখতে নিয়মিত রদবদল করা হয়।

একইসঙ্গে, নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর এই ধরনের বদলি জটিল হয়ে পড়ে— কারণ তখন অফিসারদের নিয়ন্ত্রণ চলে যায় কমিশনের হাতে। তাই নির্বাচনের আগেই এমন বৃহৎ প্রশাসনিক রদবদলকে “সময়ের মধ্যে গৃহীত কৌশলগত সিদ্ধান্ত” হিসেবে দেখা হচ্ছে।

এই ব্যাপক রদবদল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিজেপির অভিযোগ, “রাজ্য সরকার নির্বাচনের আগে নিজেদের স্বার্থে প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে।” দলের বক্তব্য, গুরুত্বপূর্ণ জেলা ও পদে সরকারপন্থী আধিকারিকদের বসানো হয়েছে নির্বাচনের সুবিধা আদায়ের উদ্দেশ্যে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস জানিয়েছে, এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। দলীয় মুখপাত্রের বক্তব্য, “প্রত্যেক সরকারেরই অধিকার আছে নিজের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করার। এতে রাজনীতির কিছু নেই, বরং কাজের গতি বাড়াতেই এই পদক্ষেপ।”

বিশেষজ্ঞদের মতে, একদিনে ৫২৭ জন আধিকারিককে বদলি করা প্রশাসনিক ইতিহাসে বিরল। এত বড় রদবদল একসঙ্গে কার্যকর করা নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ। তবে এর সঙ্গে আসছে একাধিক চ্যালেঞ্জও— নতুন দায়িত্বে অভ্যস্ত হতে সময় লাগবে, একই সঙ্গে নির্বাচনী দায়িত্বের চাপও সামলাতে হবে।

জেলার শাসক থেকে শুরু করে ব্লক প্রশাসন পর্যন্ত এই পরিবর্তনের প্রভাব পড়বে মাঠপর্যায়ের কাজেও। ভোটার তালিকা সংশোধন, নির্বাচনকালীন নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নতুন প্রশাসনিক সমন্বয় তৈরি করতে হবে দ্রুততার সঙ্গে।

ভোটের মুখে এই ব্যাপক প্রশাসনিক রদবদল রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক পরিমণ্ডলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে সরকারের যুক্তি— “দ্রুততর প্রশাসনিক প্রস্তুতি”, অন্যদিকে বিরোধীদের দাবি— “রাজনৈতিক স্বার্থে চালিত বদলি।”

তবে একথা অনস্বীকার্য, ৫২৭ জন আধিকারিকের একযোগে রদবদল পশ্চিমবঙ্গ প্রশাসনের ইতিহাসে এক নতুন নজির। এখন দেখার, এই পরিবর্তনের প্রভাব কতটা ইতিবাচকভাবে প্রতিফলিত হয় রাজ্যের আসন্ন ভোট প্রস্তুতিতে।

টিওআই(TOI) রিপোর্ট অনুযায়ী নিম্নলিখিত কিছু নাম প্রকাশ করা হলো –

শশাঙ্ক সেতি (Shashank Sethi) — HIDCO MD; নতুনভাবে North 24 Parganas-এর District Magistrate হিসেবে নামেন।

রাজর্ষি মিত্র (Rajarshi Mitra) — Murshidabad DM; পরবর্তীতে HIDCO-র MD-পদে বদলি/নি

ধবাল জৈন (Dhaval Jain) — আগে KMC কমিশনার; Birbhum-এর District Magistrate হিসেবে পোস্টেড।

সুমিত গুপ্ত (Sumit Gupta) — South 24 Parganas-এর DM; KMC কমিশনার হিসেবে বদলি/নিয়োগ পেয়েছেন।

কন্টম সৌধীর (Kontam Sudhir) — Haldia Development Authority CEO; Purulia-এর District Magistrate হিসেবে পোস্ট।

গোদালা কিরণ কুমার (Dr. Godala Kiran Kumar) — Science & Technology (Secretary) — Medinipur Division-এর Divisional Commissioner হিসেবে পোস্টিং পাওয়া (অফিশিয়াল নোটিফিকেশনে উল্লেখ)।

কুহুক ভূষণ (Kuhuk Bhushan) — Panchayat & Rural Development (Special Secretary) — Kalimpong-এর DM হিসেবে নামা/নিয়োগ।

অরবিন্দ কুমার মীনা (Arvind Kumar Meena) — উল্লেখ আছে যে তিনি South 24 Parganas-এর DM হয়েছেন (সংবাদে Cooch Behar থেকে বদলি-সংশ্লিষ্ট উল্লেখ)।

নিতিন সিংহানিয়া (Nitin Singhania) — Murshidabad-এ DM-পদে নিয়োগ-বিবরণে নাম এসেছে (রাজর্ষি মিত্র-সংক্রান্ত বদলির কন্টেক্সটে)।

প্রীতি গোয়াল (Preeti Goyal) — Darjeeling DM-এর বদলিতে অন্য জেলা (Malda)-এ DM হিসেবে নামের উল্লেখ।

মানিশ মিশ্র (Manish Mishra) — North 24 Parganas ADM থেকে Cooch Behar-এর DM হিসেবে নাম এসেছে।

অকাঙ্ক্ষা ভাস্কার (Akanksha Bhaskar) — Basirhat ADM; Jhargram-এর DM হিসেবে পোস্টিং-সংক্রান্ত উল্লেখ।

পর্ণেন্দু কুমার মজি (Purnendu Kumar Maji) — Purba Medinipur-এর District Magistrate হিসেবে PAR-লিস্টে নাম দেখা গেছে (অফিশিয়াল নোটিফিকেট অনুসারে)।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *