জেলাপ্রসাশনিক খবররাজনৈতিকরাজ্য

পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পে হাওড়ায় ব্যাপক রাস্তা উন্নয়ন, চতুর্থ পর্যায়ের ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

সৈকত দাস, হাওড়া:

পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের আওতায় সারা রাজ্য জুড়ে গ্রামীণ ও শহরাঞ্চলে ব্যাপক হারে রাস্তা উন্নয়নের কাজ চলছে। এই প্রকল্পের অংশ হিসেবে হাওড়া জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় আগামী দিনেও নতুন করে রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হতে চলেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, হাওড়া জেলায় মোট ৪৯৮টি রাস্তা, প্রায় ৯২৪ কিলোমিটার দৈর্ঘ্যের নির্মাণ ও উন্নয়ন কাজ সম্পন্ন হবে। এই বৃহৎ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৫০,৫৩১ লক্ষ টাকা।

এই প্রকল্পের চতুর্থ পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি হাওড়ার উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের রঘুদেবপুর ব্লকের ঘোষালচক গ্রাম পঞ্চায়েতের অধীন শিবরাম চক এলাকায় একটি রাস্তা নির্মাণ কাজের সরকারি উদ্বোধন করা হয়। শিবরাম চক পিআরজি প্রাইমারি স্কুলের সামনে অবস্থিত মৈনুর তরফদারের বাড়ি থেকে আলমগীরের দোকান পর্যন্ত রাস্তার কাজের সূচনা হয় এইদিন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জল ও রাস্তা উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী পুলক রায়। একই মঞ্চে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডা. শ্রী নির্মল মাঝি, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক শ্রী বিদেশ রঞ্জন বোস, আমতার বিধায়ক শ্রী সুকান্ত পাল, সাঁকরাইলের বিধায়িকা শ্রীমতী প্রিয়া পাল, জেলা পরিষদের সভাপতি শ্রীমতী কাবেরী দাস, সহ-সভাপতি শ্রী অজয় ভট্টাচার্য, জেলা প্রশাসক শ্রীমতী পি. দীপাপ্রিয়া, হাওড়া রুরাল পুলিশের পুলিশ সুপার শ্রী সুবিমল পাল সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্ট অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী পুলক রায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের বরাদ্দের অর্থ আটকে রেখেছে। সেই কারণে রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে এই রাস্তা উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আবাস যোজনার জন্য যে অর্থ কেন্দ্রীয় সরকার এতদিন সাধারণ মানুষের থেকে আটকে রেখেছে, তা আগামী ১৫ জানুয়ারি ২০২৬-এর মধ্যে প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।

এছাড়াও তিনি জানান, পানীয় জলের প্রকল্পের অর্থ ১৩ আগস্ট ২০২৪ থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বন্ধ রয়েছে। তবে আগামী দিনে সাঁকরাইলের জলপ্রকল্প সম্পূর্ণ হলে সংশ্লিষ্ট সমস্ত এলাকায় পানীয় জল সরবরাহ নিশ্চিত করা হবে। ১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অর্থ আটকে রাখার প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবিলম্বে কাজ চালু করে জব কার্ডধারীদের কাজ দিতে হবে। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মন্ত্রী জানান, কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আগামী দিনেও মানুষের জন্য কাজের সুযোগ সৃষ্টি করবে এবং এই রাস্তা নির্মাণ প্রকল্পে তা কার্যকর ভূমিকা নেবে।

পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে হাওড়া জেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে বলে আশাবাদী প্রশাসন ও সাধারণ মানুষ। সাধারণ মানুষ এতে অনেকটায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *