সৈকত দাস, হাওড়া: শনিবার থেকে দু’দিনের আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতা “এমএলএ কাপ” শুরু হয়েছে হাওড়ার দাসনগরের আরতি কটন মিল গ্রাউন্ডে। শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির উদ্যোগে এই “এমএলএ কাপ” শুরু হয়েছে। এদিন সকালে উদ্বোধনে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সাংসদ সায়নী ঘোষ। তিনি সকলকে এই আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতার শুভেচ্ছা জানান। এদিন পায়রা উড়িয়ে প্রতিযোগিতার সূচনা হয়। পাশাপাশি, ব্যাট হাতে ক্রিজে নামতে দেখা যায় রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষকে। পরে আরতি কটন মিল গ্রাউন্ডে এসে উপস্থিত হন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস।
এই টুর্নামেন্ট এ উপস্থিত হয়ে মন্ত্রী এরূপ বিশ্বাস মহাশয় জানান সংবাদ মাধ্যমে ,বাংলার ক্রিকেট কে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরণের টুর্নামেন্ট এর আয়োজন করতে হবে আগামী দিনে আরো বেশী করে। এরূপ বিশ্বাস ,মনোজ তিওয়ারির এই উদ্যোগ কে সাধুবাদ জানান।
মন্ত্রী তথা শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি মহাশয় জানান , এখন কার নতুন প্রজন্ম মোবাইল ফোন এ আসক্ত হয়ে খেলা ধুলার সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তাই তাদের কাছে এই বার্তা পৌঁছানোর জন্য , যাতে তারা এই খেলা ধুলোর সঙ্গে নিজেদের যুক্ত যাতে রাখে আগামী দিনে ,তারই প্রচেষ্টা মাত্র।