সৈকত দাস,(হাওড়া): ৭৬ তম সাধারণতন্ত্র দিবস পালিত হচ্ছে সারা দেশে, রাজনৈতিক- অর্থনৈতিক, জাতি -ধর্ম -বর্ণ নির্বিশেষে সকল ভারতীয় নাগরিকগন আজকের দিনটি কুচকাওয়াজের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন আজকের দিনে। সকাল থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় প্রশাসনিক ভবন ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে আজকের দিনটিকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎযাপন করা হলো।
কলকাতা সহ হাওড়ার বিভিন্ন স্থানে একই চিত্র দেখা গেলো । হাওড়ার দাশনগরের বালিটিকুরী কাটায় এক জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি ও গরীবদের কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করে এই কথাই বললেন হাওড়ার বালিটিকুরীর ব্যবসায়ী সংগঠনের অন্যতম প্রধান কর্তা তথা সমাজসেবী অসিত চ্যাটার্জি । তিনি বলেন ,আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু গরীব অনাথদের স্বাধীনতা হরণ করে নয় , তাঁদের পাশে থাকাই স্বাধীনতা অর্জনের মূল মন্ত্র। এতে নিজের মনে শান্তি পাওয়া যায় ও ঈশ্বরের আর্শীবাদ পাওয়া যায় ।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার শিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্র শর্মা । এই অনুষ্ঠানে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। সমাজসেবী অসিত চ্যাটার্জির উদ্যোগে দুশো জন দরিদ্র মানুষদের কম্বল দেওয়া হয় । তিনি আরো বলেন ,গরীবদের পাশে থাকাই তাঁর জীবনের মূল মন্ত্র । তাই তিনি সারা বছরই এইরকম কাজ করে থাকেন।