কলকাতাদেশরাজ্য

রোড সেফটি সপ্তাহ পালন করলো ধুলোগর ট্রাফিক গার্ড

https://youtu.be/uc8u_TVAvq0?feature=shared

সৈকত দাস,হাওড়া:- প্রতি বছরের ন্যায় এবছরও ট্রাফিক সচেতনতামূলক প্রচার করেন হাওড়া সিটি পুলিশ। সোমবার ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রোড সেফটি সপ্তাহ পালন করলো ধুলোগর ট্রাফিক গার্ড । এদিন সকাল থেকেই নিবরা ট্রাফিক পয়েন্টেে পালিত হল রাস্তা চলাচলের সচেতনতামূলক নানান অনুষ্ঠান । পাশাপাশি এখানে অবস্থিত সেভ ড্রাইভ সেভ লাইফ পার্কেও হল অনুষ্ঠান ।

এদিন রোড সেফটি নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, পথনাটিকা ও গাড়ির চালকদের বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল । পাশাপাশি, যারা সারা বছর ট্রাফিক পরিষেবা নিয়ে ভাল কাজ করেছেন তাদেরকেও পুরস্কৃত করা হল।

এছাড়াও অ্যাম্বুলেন্স পরিষেবায় যারা ভাল কাজ করেছেন তাদেরকেও এদিন পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক গার্ডের ডিসিসি শ্রীমতি সুজাতা কুমারী বিনাপানী এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানান, সারা বছরই তাঁরা রোড সেফটি নিয়ে নানা সচেতনতামূলক প্রচার করেন। বাইক যাঁরা চালান , আর যাঁরা বাইকের পিছনে বসেন তাঁদেরকেও হেলমেট পরতে হবে। এই রূপ বার্তা দেন । পাশাপাশি ট্রাফিক সচেতনতার উপর অঙ্কন পরীক্ষার স্থান অর্জন কারীদেরও এদিন পুরস্কার দেওয়া হয় বলে তিনি জানান।

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *