
সৈকত দাস,কলকাতা: ২০ ফেব্রুয়ারি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বোর্ড সভাপতি। সেই সময়ই বিপত্তি। এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি ,অল্পের জন্য রক্ষা পেলেন সৌরভ।ঘটনাটি ঘটে দুপুরবেলা দু’টো- আড়াইটে নাগাদ সিঙ্গুরের কাছে।এক্সপ্রেসওয়ের চওড়া রাস্তা ধরে নির্দিষ্ট গতিতেই চলছিল গাড়ি। আচমকা পাশ দিয়ে যাওয়া একটি লরি সৌরভের গাড়িকে সাইড চেপে দেয়। বিপদ বুঝে দুর্ঘটনা থেকে বাঁচতে তড়িঘড়ি ব্রেক কষেন সৌরভের গাড়ি চালক। এক দামী ব্র্যান্ডের বেষ শক্তপোক্ত গাড়িতে থাকায় এ যাত্রায় সৌরভ কোনওরকম শারীরিক ক্ষতি হয়নি। তাঁর গাড়িও তেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।তবে আচমকা ব্রেক কষায় সৌরভের গাড়ির পিছনে থাকা কনভয়ের গাড়িগুলি পরস্পরকে ধাক্কা মারে। একেবারে দুমড়ে, মুচড়ে যায় কনভয়ের বাকি গাড়িগুলি। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সৌরভ গঙ্গোপাধ্যায়। দুর্ঘটনার অভিযুক্ত লড়ি চালককে আটক করা হয়েছে ।
সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন আসুন জেনে নেয়া যাক