সৈকত দাস, হাওড়া: বাংলার ক্রীড়া জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মাননীয় মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি স্তরের ক্রীড়া বিভাগ অগ্ৰনী ভুমিকা পালন করে যাচ্ছে রাজ্যের প্রতিটি ক্রীড়া স্তরে।
ক্রীড়া জগৎকে আরও বেশি করে অগ্ৰসর করতে হাওড়া জেলা ডোমজুড় কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ উদ্যোগে ও উপস্থিতিতে হাওড়ার ডোমজুড়ের মুন্সীডাঙা জুবিলি ফুটবল মাঠে দুদিনব্যাপী দিবারাত্রি “এমএলএ গোল্ড কাপ “ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হল এই ফুটবল টুর্নামেন্টের ।
এই ফুটবল টুর্নামেন্ট হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি । মোট আটটি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। নকআইট পর্যায়ে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হল সোমবার। মঙ্গলবার অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ ও ফাইনাল ম্যাচ ।
এই টুর্নামেন্টে উপস্থিত ছিলিন ডোমজুড়ের বিধায়ক কল্যান গোষ , তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ , পাঁচলা কেন্দ্রের বিধায়ক গুলসন মল্লিক, বালি কেন্দ্রের বিধায়ক ডাঃ রানা চ্যাটার্জি, হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্ত্তী,ডোমজুড় কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরোজ মোল্লা সহ অন্যান্যরা বিশিষ্ট অতিথি। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যুব নেত্রী সায়নী গান গেয়ে আগত দর্শক ও অতিথিদের উৎসাহিত করলেন।
প্রথম দিনেই অর্থাৎ উদ্বোধনের দিন জুগনু এ্যাথলেটিক্স ক্লাব বনাম পি এ জি স্পোর্টিং ক্লাব দুপুর ৩:০০ নাগাদ মাঠে একে অপরের মুখোমুখি হয়। এর পর বিকেল চারটায় ঐ দিনই নিবড়া দ্বিতীয় খেলায় স্টার স্পোর্টিং ক্লাব বনাম চামরাইল দেশি বয়েজ। তৃতীয় খেলায় বিকাল পাঁচটায় আশির্বাদ এন্টারপ্রাইজ বনাম একসরা জনকল্যাণ সমিতি ও চতুর্থ খেলায়, সন্ধ্যা ছয়টায় জে.বি পুর এম এল এ ক্লাব বনাম পিপিলাই জাগরণ সংঘ।
দ্বিতীয় দিন অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি মঙ্গলবার সেমিফাইনালে প্রথম দফায়, প্রথম কোয়ার্টার ফাইনাল বনাম তৃতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী দল একে অপরের মুখোমুখি হবে। দ্বিতীয় দফায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী বনাম চতুর্থ কোয়ার্টার ফাইনাল বিজয়ী দল একে অপরের মুখোমুখি হবে।