হুগলি: বৃহস্পতিবার সকালে পূর্ব রেলের হাওড়া শাখায় ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা। অফিস টাইমে ট্রেন বন্ধের জেরে ভোগান্তি পোহাতে হয় নিত্য যাত্রীদের। সূত্রের খবর, ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে গিয়েই ঘটে বিপত্তি। হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে বর্ধমান ও কাটোয়াগামী ট্রেন পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে। সকাল সকাল গন্তব্যে পৌঁছতে গিয়ে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। আপ ও ডাউন উভয় লাইনেই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ওভারহেড তার ছিঁড়ে পড়ায় বন্ধ করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।










