
হাওড়া: হাওড়ার বেলগাছিয়ার ভাগাড় সরানোর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখানকার মাটি একেবারেই ব্যবহারযোগ্য নয়। গত রবিবার থেকে শুরু করে সোমবার সারাদিন জুড়ে ওই এলাকায় সার্ভে চলছে। আগামীকাল পুর ও নগরন্নয়ন দফতরে বৈঠক বসে ঠিক হবে—ভাগাড় থেকে সরিয়ে কোথায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।








