হাওড়া: রামনবমীতে শ্রী রামের পুজো আসলে দুর্গা পুজো,ক্রিসমাস বা ঈদের মতো একটি সার্বজনীন উৎসব বলে মনে করেন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা। আর সেই ভাবনা থেকেই হাওড়ার বাউড়িয়া পূর্ব বুড়িখালি শিব কালি মন্দির চত্বরে শুরু হল শ্রীরামের পুজো। উলুবেড়িয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে ও কাউন্সিলর ডেভিড রাওয়ের সহযোগীতায় এই রামনবমী উৎসবে উপস্থিত হন হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ এলাকার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা।
আচার অনুষ্ঠান মেনে শ্রী রামের পুজো থেকে পুস্পাঞ্জলি সবেতেই অংশ নেন তারা।
ডেভিড রাও বলেন, শ্রীরাম হলেন রাজা। তিনি হলেন শৌর্য, বীর্য ও শক্তির প্রতিক। তাই রামের পুজো মানে রাম রাজার পুজো ৷ তাই তারা এবছর রামনবমী থেকে শ্রীরামের পুজোয় মেতে উঠেছেন জাতি, ধর্ম, বর্ন নির্বিশেষে।
সমাজসেবী বেনু সেন, স্থানীয় চার্চের ফাদার অনিল আদক, সংখ্যালঘু নেতা হোসেন কাজী, সমাজসেবী আতিবুর কাজি,মিজানুর রহমান,স্বপন শীল সহ বিভিন্ন ধর্মের মানুষ ও এলাকার বিশিষ্ট চিকিতসক ডক্টর সুমন সাঁপুই ও এলাকার যুবকরা জানান, একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে ডেভিড রাও যেভাবে রাজা রামের পুজোর আয়োজন করেছেন তাতে তারা খুবই খুশি। আগে তাদের অনেক দূরে রামরাজাতলায় যেতে হত। এবার থেকে তাদের ওয়ার্ডেই প্রতিবছর রাজা রামের পুজো হবে।