https://youtu.be/hnKhS3er35o
সৈকত দাস, হাওড়া: ডঃ ক্রিশ্চিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান (জন্ম ১০ এপ্রিল, ১৭৫৫)। তিনি ছিলেন একজন জার্মান চিকিৎসক, যিনি থেরাপিউটিক পদ্ধতির প্রতিষ্ঠাতা ছিলেন যা হোমিওপ্যাথি নামে বিশ্বে পরিচিত । হ্যানিম্যান লিপজিগ এবং ভিয়েনায় চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করেন এবং ১৭৭৯ সালে এরলানজেন থেকে এমডি ডিগ্রি অর্জন করেন। ডঃ ক্রিশ্চিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যান ছিলেন হোমিওপ্যাথির দূরদর্শী প্রতিষ্ঠাতা, যা তার সময়ের গোঁড়া অনুশীলনের মধ্যে আবির্ভূত হয়েছিল।

তাঁর জন্মদিনের দিন বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে উদযাপন করা হয় সারা বিশ্বে। হাওড়ার একটি এ.ডি.এস নামক বেসরকারী হাসপাতালে বৃহস্পতিবার একদল হোমিওপ্যাথি চিকিৎসক তাঁর জন্মদিন পালন করেন এবং তাঁর জীবন দর্শন নিয়ে আলোচনা ও বক্তব্য রাখা হয় ।
হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ এল মিশ্রা। ডঃ মিশ্রা বলেন, আজকে ডঃ হ্যানিম্যানের শুভ জন্মদিন উপলক্ষে আমন্ত্রিত হোমিওপ্যাথি চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা বিজ্ঞান নিয়ে মতবিনিময়ে করা হয়। এছাড়াও তিনি বলেন, “চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত এনেছে হোমিওপ্যাথি ওষুধ। যা অনেক গুরুতর রোগ ,যেমন ব্লাড প্রেসার, ব্লাড সুগার ইত্যাদি আরও নানান ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম। কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতার অভাবে হোমিওপ্যাথি চিকিৎসা আজ মানুষের কাছে প্রচার ও প্রসার লাভ করেনি , তাই আজকে ডঃ স্যামুয়েল হ্যানিম্যান এর জন্মদিন পালনের মাধ্যমে ,গন মাধ্যমের হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান ও ঔষধির উপকার জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

এই অনুষ্ঠানের আয়োজক তথা হাওড়া এ.ডি.এস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডঃ ভানু প্রতাপ সিং মহাশয় সাংবাদিকদের জানান, তিনি বলেন, প্রতিবছরের মতো এবারো ডঃ স্যামুয়েল হ্যানিম্যান এর জন্মদিন পালন করলেন তাঁর হাসপাতালে হোমিওপ্যাথি চিকিৎসকদের সঙ্গে নিয়ে। আগামীদিনে তাদের হাসপাতালের উদ্যোগে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বানানোর পরিকল্পনা রয়েছে।









