
খবরের সন্ধ্যানে নিউজ ডেস্ক: প্রযোজকের গাড়ির ধাক্কায় মৃত্যু। ঠাকুরপুকুরে মদ্যপ অবস্থায় গাড়ি দুর্ঘটনা।
গাড়ির ধাক্কায় আহত ৬, মৃত ১। রাতভর মদ্যপানের পর গাড়ি চালান পরিচালক। বেপরোয়া গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনা। পরপর গাড়িতে ধাক্কা পরিচালক সিদ্ধার্থ দাস। দুর্ঘটনার সময় গাড়িতে আরও ৩ জন ছিলেন ।
গাড়িতে থাকা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন দাবি প্রত্যক্ষদর্শীদের। দুর্ঘটনায় গ্রেফতার পরিচালক সিদ্ধার্থ দাস। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঠাকুরপুকুর বাজারের কাছে ডিএইচ রোডে তাঁর গাড়ি (ডব্লিউবি ০২এবি ৭৩৭৭) বেশ কয়েক জন পথচারীকে ধাক্কা দেয়। কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ-পশ্চিম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের মধ্যে ঢুকে যায় একটি গাড়ি। ঘটনায় গুরুতর জখম হন ৬ জন। তাঁদের মধ্যে চার জনকে ভর্তি করানো হয় স্থানীয় বেসরকারি হাসপাতালে। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার রোডের অন্য একটি বেসরকারি হাসপাতালে। ওই গাড়ির চালকের আসনে সিদ্ধান্ত ছিলেন। ওইদিন বিকেলে জানা যায়, আশঙ্কাজনক দু’জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার পরই গ্রেফতার করা হয় সিদ্ধান্তকে।
পরিচালক ভিক্টোর এর এই নিন্দনীয় আচরণে ক্ষোভ উগড়ে পড়ছে সমাজমাধ্যমে। ছোট পর্দার একাধিক অভিনেতা, পরিচালকেরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। তালিকায় স্বত্বিকা মুখার্জি, শ্রীলেখা মিত্র, ভাস্বর চট্টোপাধ্যায়, সঙ্ঘশ্রী সিংহ মিত্র সহ আরও অনেকে। সকলে তীব্র ধিক্কার জানিয়েছেন এই ঘটনাকে।