খবরের সন্ধ্যানে , নিউজ ডেস্ক: ওয়াকফ আইনের প্রতিবাদে শিয়ালদা থেকে ধর্মতলার বি আর অম্বেদকরের মূর্তি পর্যন্ত ISF-এর মহামিছিল আজ। এদিকে এই মিছিলের অনুমতিই নেই বলে শুরুতে মিছিল আটকাল পুলিশ।
যা নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। নৌশাদ সিদ্দিকি অনুমতিপত্র আনলে তবে মিছিল এগোবে, সাফ জানাল পুলিশ। এরপরও শিয়ালদা স্টেশন চত্বরে আইএসএফ সমর্থকদের জমায়েত ঘিরে বাধে ধুন্ধুমার।
আইএসএফ সমর্থকদের জমায়েতে পুলিশের বাধায় তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এদিন শিয়ালদায় পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা।
যা নিয়ে উত্তেজনা ছড়ায়। তাঁদের তরফে বলা হয়েছে, এই মিছিল তাঁরা করবে। পড়ে শিয়ালদায় পৌঁছান নৌশাদ সিদ্দিকি। সেখানে পৌঁছে তিনি শান্তিপূর্ণভাবে মিছিল ও জমায়েতের ডাক দেন।