হাওড়া, ১৭ এপ্রিল, ২০২৫:
সৈকত দাস: নববর্ষ মানেই নতুন সূচনা, নতুন আশার আলোয় উদ্ভাসিত এক আনন্দের দিন। সেই উপলক্ষেই আজ হাওড়ার নতুন কালেক্টরেট ভবনের পাথের দাবি হলে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর (DICO, Howrah)-এর উদ্যোগে আয়োজিত হলো বাংলা দিবস উদযাপন ও নববর্ষ বরণ অনুষ্ঠান। ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতিকে কেন্দ্র করে আয়োজিত এই দিনটি রঙিন হয়ে ওঠে সুর, কবিতা ও ভাষার আবেগঘন প্রকাশে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের মাননীয় সহ-সভাধিপতি শ্রী অজয় ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ মাননীয়া রিজিয়া খাতুন, মাননীয় অতিরিক্ত জেলা শাসক (ভূমি সংস্কার) শ্রী আজার জিয়া (আইএএস), অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) মাননীয়া দিব্যা মুরুগেশন (আইএএস), অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শ্রী সুদীপ ঘোষ (WBCS-Executive), মহকুমাশাসক মাননীয়া অমৃতা রায় বর্মণ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সোমাশ্রী পাল, সদর এসডিআইসিও নির্মল কুমার বাগানী ও উলুবেড়িয়া এসডিআইসিও নারায়ণ চন্দ্র রায়।
অনুষ্ঠানের সূচনা হয় পশ্চিমবঙ্গের রাজ্য সংগীত “বাংলার মাটি, বাংলার জল”-এর পরিবেশনের মধ্য দিয়ে। এরপর একে একে মঞ্চে উঠে আসেন অতিথিবৃন্দ, বাংলা ভাষা ও সংস্কৃতির গৌরবগাথা তুলে ধরেন তাঁদের অন্তর থেকে উৎসারিত বক্তব্যে। ভাষা আন্দোলনের চেতনা, বাংলা নববর্ষের সাংস্কৃতিক তাৎপর্য ও বর্তমান প্রজন্মের মধ্যে মাতৃভাষা চর্চার প্রয়োজনীয়তা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সাংস্কৃতিক পর্বে ছিল একাধিক মনোমুগ্ধকর পরিবেশনা—কবিতা আবৃত্তি, বাংলা গানের সুরেলা পরিবেশন ও ঐতিহ্যবাহী নৃত্য। প্রতিটি পরিবেশনার মধ্য দিয়েই বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসার ছাপ ফুটে ওঠে।
সমগ্র অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন মিলনক্ষেত্র—যেখানে প্রশাসন, সংস্কৃতি ও ভাষার টান একসূত্রে গাঁথা হয়ে উঠেছিল বাংলা নববর্ষকে কেন্দ্র করে।
এই আয়োজন নিঃসন্দেহে হাওড়া জেলার সাংস্কৃতিক ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা ভবিষ্যতেও বাংলা ভাষা ও ঐতিহ্য রক্ষার জন্য অনুপ্রেরণা জোগাবে।