সৈকত দাস, কলকাতা: ছোটদের প্রিয় চরিত্র ছোটা ভীম ও তার সঙ্গী ছুটকি আবারও ফিরে এলেন কলকাতার শিশুদের মাঝে। ঢোলাকপুরের এই দুই জনপ্রিয় চরিত্রকে সামনে থেকে দেখার আনন্দ উপভোগ করল শিশুরা একেবারে কাছ থেকে।
গত ১৩ই জুন থেকে ১৫ই জুন পর্যন্ত, দক্ষিণ কলকাতার এক্রোপোলিস মলে অনুষ্ঠিত হল এক বিশেষ প্রদর্শনী। এই অনুষ্ঠানের আয়োজন করে উইকিটুন স্টুডিও এবংগ্রীনগোল্ড এনিমেশন প্রাইভেট লিমিটেড। তিনদিনব্যাপী এই এক্সিবিশনে ছোটা ভীমের জগৎ ঘিরে তৈরি খেলনা, পুতুল, জামাকাপড় এবং আরও নানা পণ্য ন্যূনতম মূল্যে বিক্রি করা হয়।
শুধু তাই নয়, মলে আগত শিশুদের জন্য বিশেষভাবে আয়োজিত হয় বসে আঁকা প্রতিযোগিতা। কচিকাঁচারা উৎসাহভরে অংশগ্রহণ করে এই শিল্পমূলক অনুষ্ঠানে। তাদের চিত্রকলার মূল্যায়ন করে পুরস্কৃত করে কেমলিন কোকুও সংস্থা।
উদ্যোক্তাদের তরফে সংস্থার কর্ণধার শ্রী নিলয় বিশ্বাস জানান, “শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আমরা আরও এমন ইভেন্ট করতে আগ্রহী, যেখানে ছোটদের বিনোদন এবং সৃজনশীলতাকে উৎসাহ দেওয়া যাবে।”
উৎসবমুখর পরিবেশে তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে শিশুদের সাথে সাথে অভিভাবকরাও সমানভাবে উপভোগ করেন ছোটা ভীমের দুনিয়াকে।