সৈকত দাস, কলকাতা:
তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা জুন মাসজুড়ে চলছে সারামাস ব্যাপী রক্তদান কর্মসূচি। রাজারহাট-গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সীর তত্ত্বাবধানে এবং দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শ্রী দেবরাজ চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে এই মহতী উদ্যোগে একের পর এক ওয়ার্ডে আয়োজিত হচ্ছে রক্তদান শিবির।
এরই ধারাবাহিকতায় ১৪ই জুন, শনিবার দক্ষিণ দমদম পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী কমল মন্ডল মহাশয়ের উদ্যোগে সাতগাছি স্পোর্টিং কমপ্লেক্স ময়দানে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন শুধু রক্তদানে থেমে থাকেনি অনুষ্ঠান। এই শিবিরের মঞ্চ থেকেই সংবর্ধনা জানানো হয় এই ওয়ার্ডের সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের, যারা চলতি বছরে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, I.C.S.E, C.B.S.E ও I.S.C পরীক্ষায় সফল হয়েছে। কচিকাঁচাদের এই সম্মান প্রদানের মধ্য দিয়ে উৎসবের আবহে প্রাণ ফিরে পায় পুরো অঞ্চল।
এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল এক সুরভর সঙ্গীতানুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভরে ওঠে সন্ধ্যার আসর। একদিকে রক্তদানের মতো মানবিক দায়িত্ব, অন্যদিকে ছাত্রসম্মান ও সঙ্গীত, সব মিলিয়ে গোটা কর্মসূচিটি এক সর্বধর্ম-মানবিক মিলন উৎসবে রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ ও বাগ্মী নেতা শ্রী সৌগত রায় মহাশয়। তাঁর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি শ্রী দেবরাজ চক্রবর্তী, কেষ্টপুরের পৌরমাতা শ্রীমতী ঝিঙ্কু মন্ডল, নাগরবাজারের পৌরমাতা শ্রীমতী অস্মি পোদ্দার, বিশিষ্ট সমাজসেবক শ্রী অমিত পোদ্দারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল আগামী ২১শে জুলাই ঐতিহাসিক ব্রিগেড সমাবেশকে ঘিরে প্রচার। এই উপলক্ষে এই ওয়ার্ডের একটি দেওয়ালে দেয়াল লিখনের মাধ্যমে জনসংযোগ ও প্রচার সারেন দেবরাজ চক্রবর্তী মহাশয়। তাঁর নেতৃত্বে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা গড়ে তোলার এক সুদৃঢ় প্রচেষ্টা লক্ষ্য করা গেছে।
সব মিলিয়ে এইদিনের অনুষ্ঠানটি শুধু রক্তদান নয়, ছাত্রসম্মান, সঙ্গীত ও জনসচেতনতামূলক বার্তার মাধ্যমে একটি অনন্য সামাজিক মেলবন্ধনের নজির গড়ে তোলে।