ঢাকে কাঠি পড়লো বেজে, উমা মা আবার আসছেন সেজে — সল্টলেক AK ব্লকের খুঁটি পুজোয় পূজার সূচনা
প্রতিবেদন: সৈকত দাস, কলকাতা:–
শারদ আগমনের বার্তা নিয়ে ধ্বনিত হলো ঢাকের আওয়াজ। সল্টলেকের AK ব্লক দুর্গাপুজোর আয়োজক সংস্থার পক্ষ থেকে খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হল আসন্ন মহাপুজোর প্রস্তুতির। এবছর ৩৮তম বর্ষে পদার্পণ করছে এই পূজা, আর সেই উপলক্ষে আয়োজন করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় সহ আরও একাধিক বিশিষ্টজন। তাদের উপস্থিতিতেই মঙ্গলঘণ্টা বাজিয়ে, মাটির খুঁটিতে সিঁদুর-চন্দনের আঁচলে সূচনা হল শারদ উৎসবের আনুষ্ঠানিকতা।
এবারের থিম ভাবনা “যুক্তি ও তর্ক”— সামাজিক বাস্তবতার সাথে সংযোগ রেখে শিল্পসৃষ্টির মধ্যে ভাবনাকে তুলে ধরার চেষ্টা। প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন খ্যাতনামা শিল্পী অরিঘ্ন সাহা এবং পূজার নির্দেশনা ও সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশ্বনাথ দে।
শুধু খুঁটি পুজো নয়, সামাজিক দায়বদ্ধতার নিদর্শনস্বরূপ ক্লাব কর্তৃপক্ষ এদিন একটি রক্তদান শিবির ও স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেন। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমে ওঠে এই স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মসূচী।
সল্টলেক AK ব্লকের এই দুর্গাপুজো আজ শুধু উৎসবই নয়, হয়ে উঠেছে সমাজসেবার এক উদাহরণ। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল সেই মহোৎসবের পরিক্রমা— আর অপেক্ষা এখন মহালয়ার প্রহরের, উমার আগমনের।