প্রতিবেদন: সৈকত দাস, কলকাতা:
গ্রীষ্মকালীন চরম পরিস্থিতিতে যখন রক্তের সঙ্কট প্রকট আকার ধারণ করেছে, ঠিক তখনই রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদানের এক মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সী ও দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক শ্রী দেবরাজ চক্রবর্তীর তত্বাবধানে, পুরো জুন মাস জুড়ে বিধাননগর ও দমদম বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডে একের পর এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
এই ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে, বিধাননগর বিধানসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রীমতী সুপর্ণা ঘোষ পাল মহাশয়ার উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি এক মানবিক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক শ্রী দেবরাজ চক্রবর্তী। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট সমাজকর্মী ও স্থানীয় নেতৃত্ব।
শিক্ষাবিদ ও জননেত্রী হিসেবে সুপরিচিত পৌর মাতা সুপর্ণা ঘোষ পাল মহাশয়ার নিরলস পরিশ্রম এবং সারা বছর সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতাকে সকল অতিথি মঞ্চে উঠে প্রশংসায় ভরিয়ে দেন।
এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক ইতিবাচক বার্তা দেয়— “মানবিকতাই হোক আমাদের আসল পরিচয়।”