হাওড়া: বালি থানার অন্তর্গত দেওয়ানগাজি এলাজার কাছে জি টি রোডের উপর বুধবার রাত ১১:৫০ নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। একটি যাত্রী বোঝাই হলুদ ট্যাক্সিকে ধাক্কা মারে ,রাস্তা ঢালাই করার একটি বড় গাড়ি।ট্যাক্সির চালক সহ এক জন যাত্রী কে আশঙ্কাজনক অবস্থায় প্রায় দু ঘণ্টা পর উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও দমকল আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং যৌথবাহিনীর উদ্যোগে উদ্ধার কার্য চালানো হয়। সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় ট্যাক্সিটি। গ্যাস কাটার দিয়ে ট্যাক্সির দরজা কেটে এবং হাইড্রোলিক ক্রেন এর সাহায্যে টেনে উদ্ধার করা হয় চালক ও যাত্রীদের।সবারই অবস্থা আশঙ্কাজনক।নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
জানা গেছে এই ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে, চার জন আশঙ্কা জনক অবস্থায় হাওড়া হাসপাতালে ভর্তি। এই ঘটনার জেরে যানজট হয় জি টি রোডের উপর রাতে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসিপি আনন্দজিৎ হোর এবং বালি বিধায়ক ডঃ রানা চ্যাটার্জি মহাশয়।
হাওড়া পুলিশের এসপি আনন্দজিৎ হোর পৌঁছন ঘটনাস্থলে। তিনি বলেন, ‘একটি সিমেন্ট মিক্সার গাড়ি ট্যাক্সিটিকে এমন ভাবে পিষে দিয়েছে যে সেটি একটি আবাসনের মধ্যে ঢুকে যায়। সকলকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।” ঘটনার পরেই ওই ডাম্পারের চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।