দেশবিনোদনরাজ্যসাহিত্যের পাতা

শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে উচ্চারণের দশম বার্ষিক বসন্ত উৎসব পালন

সৈকত দাস: বসন্ত উৎসব মানেই নাচে, গানে কবিতা ও ছন্দে মেতে ওঠে বাংলার প্রতিটি সৃজনশীল মানুষ। আবিরের রঙে রঙিন হয়ে পালন করেন বসন্ত উৎসব। রবী ঠাকুরের রচিত কবিতা, গান ও নৃত্যকে সঙ্গে নিয়ে উচ্চারণ নামক সাংস্কৃতিক দল গত দশ বছর ধরে তাদের মননের সৃজনশীলতাকে জন সাধারণের সামনে তুলে ধরেছেন। এই বছর বসন্ত উৎসবেও ব্যতিক্রম নেই। পশ্চিমবঙ্গের বোলপুর শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামের রংঘর মঞ্চে উপস্থিত হয়েছিলেন সর্ব-ধর্ম নির্বিশেষে তাদের অনুষ্ঠানের ডালি সাজিয়ে। এই অনুষ্ঠানের ডালিতে ছিল কবিতা পাঠ, আকৃতি,সঙ্গীত, যন্ত্রানু সঙ্গীত ও নৃত্য।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ অমর্ত্য মুখোপাধ্যায়, দময়ন্তী মুখোপাধ্যায়, এনামুল হক,তরুণ আচার্য্য, উচ্চারণ উপস্থাপনায় ছিলেন ডঃ শতানীক ভট্টাচার্য, প্রসিদ্ধা বিশ্বাস,রূপা বৈরাগী,স্নেহা সরকার, রিয়া ধর, ঐতরেয় পাল,সাথী রায়, অন্বেষা দাস, মোনালিসা ঘোষ, সৃজন কর্মকার।

এছাড়াও সহায়ক ভূমিকায় ছিলেন ঐন্দ্রী দাস, মোহর বিশ্বাস ,সৃজন পাল ,অলিভিয়া ঘোষ ,রূপসা ঘোষ ,প্রর্জন্যা রায়, অমিয় দাস ও স্নেহিতা বিশ্বাস।

কবিতা পাঠ করেন রিনা গিরি, দেবব্রত ভট্টাচার্য ,বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় ,সৌমেন মুখোপাধ্যায় ,মহিম মন্ডল, সুরজিৎ ভট্টাচার্য এবং আজহারুল ইসলাম।

আবৃতিতে ছিলেন ডঃ আশীষ কুমার ভট্টাচার্য ,মৌ গুহ, কল্লোল কোনার ,সব্যসাচী কোনার ,স্বাথী বন্দ্যোপাধ্যায় ,মৃদুলা সিংহ ,মৌমিতা মাইতি ,সুপর্ণা পাল ,চিত্রলেখা পাঠক ,শালু সরকার ,অর্পিতা রায় ,দীপাশ্রী ঘোষ ,সোহম দিন্দা ।

সংগীতশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন অনু শিলা বসু ,সৌমিত্র বন্দোপাধ্যায় ,স্মৃতি ভট্টাচার্য ,মহুয়া ভট্টাচার্য ,সুশান্ত সরকার ,অরিজিত চট্টোপাধ্যায়, বাসবি বাগচী ,স্পন্দন মাইতি, রাজশ্রী আচার্য ,অনিন্দিতা মন্ডল দত্ত ,অরিস মণ্ডল।

যন্ত্রনুষঙ্গে চঞ্চল নন্দী অনিমেষ চন্দ্র সৌগত দাস ও প্রীতম নন্দী।

নৃত্যে উপস্থিত ছিলেন সুমনা পণ্ডিত ,সিমরান খান ,রাজলক্ষী কর্মকার ,শিবাঙ্গি বন্দ্যোপাধ্যায়, অনুষ্কা মল্লিক ,অঞ্জনা দাস ও আরো অন্যান্য শিল্পীরা।

শব্দ সংযোজনায় ছিলেন সুপ্রিয় রায় ।

আয়োজনে ছিলেন ইমরান আহমেদ, মধুময় চট্টোপাধ্যায় ,রঞ্জু দেবনাথ, ফরিদ বিশ্বাস, নিরুপম ঘোষ, নিত্যানন্দ অধিকারী ,এবং আবির কুমার মন্ডল ।

শব্দ সংযোজনায় ছিলেন সুপ্রিয় রায়।

সংযোজনায় ছিলেন সুলগনা পাল ।

সৃজনে ছিলেন কানাই সাহা ।

এই অনুষ্ঠানের সামগ্রিক নিয়ন্ত্রণে ছিলেন বেতার শিল্পী চন্দ্রজিত প্রামাণিক।

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *