খবরের সন্ধানে, নিজস্ব প্রতিনিধি | কলকাতা:
মন্দির বা মসজিদ নির্মাণ করে রাজনীতি করা কোনও মতেই গ্রহণযোগ্য নয়—রাজনীতিকদের প্রধান ও একমাত্র কাজ হওয়া উচিত মানুষের সেবা। শনিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে হুমায়ুন কবীরের মন্তব্য নিয়ে এইভাবেই কড়া অবস্থান নিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক স্পষ্ট ভাষায় বলেন, “আপনি মন্দির-মসজিদ বানাতেই পারেন, এতে কোনও আপত্তি নেই। কিন্তু রাজনীতি ছেড়ে দিয়ে তা করুন। রাজনীতিতে থেকে ধর্মীয় নির্মাণ নিয়ে রাজনীতি করলে বিজেপির সঙ্গে পার্থক্য কোথায়?” তাঁর মতে, মন্দির, মসজিদ, গুরুদ্বার বা চার্চ বানানোর অধিকার সকলের আছে, কিন্তু তা কখনই রাজনৈতিক হাতিয়ার হতে পারে না।










