খেলাজেলাদেশবিনোদনরাজ্য

বিএসএফ-এর ৪৮তম আন্তঃসীমান্ত ফুটবল টুর্নামেন্টের রঙিন সূচনা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা | ৮ অক্টোবর, ২০২৫

ক্রীড়ামোদী দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত পরিবেশে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর দক্ষিণ বঙ্গ সীমান্ত কর্তৃক আয়োজিত ৪৮তম আন্তঃসীমান্ত ফুটবল প্রতিযোগিতার জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠিত হলো গত ৭ অক্টোবর কল্যাণী স্টেডিয়াম, পৌরসভা মাঠে। পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত। মূল ম্যাচগুলির পাশাপাশি গিয়াসপুর টাউন ক্লাব গ্রাউন্ড এবং আইএসইআর মাঠেও অনুষ্ঠিত হবে একাধিক খেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ কলকাতা ফ্রন্টিয়ার সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শ্রী প্রবীণ কুমার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য ঊর্ধ্বতন বিএসএফ আধিকারিক ও কর্মীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে বিভিন্ন দলের ম্যানেজার ও অধিনায়কদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর ১১টি সীমান্ত ফ্রন্টিয়ারের দলগুলির বর্ণাঢ্য মার্চ-পাস্ট দর্শকদের মন কেড়ে নেয়। শৃঙ্খলা, সৌহার্দ্য ও দলগত চেতনার প্রতিচ্ছবি হিসেবে এই প্রদর্শনী অনুষ্ঠানে উৎসবের আবহ তৈরি করে।

এবারের প্রতিযোগিতায় মোট ১১টি বিএসএফ সীমান্ত ফ্রন্টিয়ার দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে লীগ ও নকআউট ফর্ম্যাটে, যার ফাইনাল ম্যাচ হবে আগামী ১১ অক্টোবর। উদ্বোধনী খেলায় দক্ষিণ বঙ্গ সীমান্ত এক চমকপ্রদ পারফরম্যান্সে কাশ্মীর ফ্রন্টিয়ারকে ১-০ গোলে পরাজিত করে। দুই দলের খেলোয়াড়দের গতি, কৌশল ও দক্ষতায় মাঠজুড়ে জমে ওঠে উত্তেজনা। দর্শকরা উপভোগ করেন এক টানটান উত্তেজনার ফুটবল লড়াই।

টুর্নামেন্টের উদ্দেশ্য শুধু ফুটবল প্রতিযোগিতা নয়, বরং ক্রীড়ার মাধ্যমে ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া। বিএসএফ-এর এই উদ্যোগ দেশের “বৈচিত্র্যের মধ্যে ঐক্য”-এর চেতনার প্রতীক, যা প্রমাণ করে যে খেলাধুলার ময়দানে কোনও ভেদাভেদ নেই—শুধু আছে নিষ্ঠা, পরিশ্রম ও একতার স্পৃহা।

এই আন্তঃসীমান্ত ফুটবল প্রতিযোগিতা শুধু বিএসএফ কর্মীদের মধ্যে ক্রীড়ানুরাগিতার বিকাশই নয়, বরং তরুণ প্রজন্মকে খেলাধুলাকে জীবনের অংশ ও সম্ভাব্য ক্যারিয়ার হিসেবে গ্রহণে উৎসাহিত করছে। দেশজুড়ে এমন উদ্যোগ নিঃসন্দেহে ক্রীড়া সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *