কলকাতাবাঙালির পুজোভক্তিমূলকরাজ্য

হনুমান জয়ন্তী পালন প্রাচীন বালির নীল হনুমান মন্দিরে

সৈকত দাস, (হাওড়া), শনিবার ১২ই এপ্রিল:
হনুমান জয়ন্তী উৎসবে মেতো উঠেছেন ভক্তরা। বিভিন্ন জায়গার পাশাপাশি হাওড়ার বালি ব্রীজ সংলগ্ন নীল হনুমান মন্দিরে ঘটা করে পালন করা হয় হনুমান জয়ন্তী। এই দিন মন্দিরের সকাল থেকে বজরংবলীর আরাধনা করা হয়েছে । হাওড়া হুগলি জেলার সংযোগ স্থলে এই একমাত্র নীল হনুমান মন্দির, যাকে ঘিরে এই দিন প্রচুর ভক্ত সমাগম লক্ষ্য করা যায়। সকাল থেকে রাত পর্যন্ত, সারাদিন সব ভক্তদের এই দিন প্রসাদ বিতরণ করা হয়েছে। সকাল থেকে রাত দশটা পর্যন্ত এই মন্দিরে প্রায় পাঁচ হাজারের অধিক ভক্ত উপস্থিত হয়ে তাঁদের পূজা নিবেদন করেন এই দিন। এই হনুমান মন্দির প্রাচীন। এটি পূর্বে সায়বাবা মন্দিরে একটি নীল হনুমান মূর্তির আদলে তৈরি করা হয়। এই মূর্তিটি ২০ ফুট লম্বা। এই মূর্তিটি তৈরি করেছেন কুমোরটুলির রাজা বাবু নামে এক শিল্পী। এই মন্দির ও এই মূর্তি দর্শন করতে দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় বলে জানান এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী স্বপন কুমার ঘোষ মহাশয়। প্রতিদিন এই মন্দিরে পূজা করা হয়, তবে শনিবার ও মঙ্গলবার এই মন্দিরে ঘটা করে পূজা এবং ভোগ বিতরণ করা হয়।

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *