সৈকত দাস,কলকাতা: দিঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন অক্ষয় তৃতীয়ায়, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী বুধবার, অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে, দিঘায় শুভ উদ্বোধন হতে চলেছে নতুন জগন্নাথ মন্দিরের। এই বিশেষ অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই দিঘা ও তার আশেপাশের এলাকায় সৃষ্টি হয়েছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ।
মন্দির উদ্বোধন উপলক্ষে প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী শ্রী রাজীব ব্যানার্জি। মন্দিরের পুরোহিতদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালিয়ে এই পবিত্র অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করছেন।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপস্থিত থেকে মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন। এই উপলক্ষে তৃণমূলের একাধিক শীর্ষ নেতা, মন্ত্রী এবং বিধায়করাও দিঘায় উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই বহু নেতাকর্মী মন্দির প্রাঙ্গণে পৌঁছে গিয়েছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। রাজ্য সরকারের তরফে নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাজনৈতিক পরিস্থিতিতেও উত্তাপ ছড়িয়েছে। বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই দিনে দিঘায় একটি জনসভার পরিকল্পনা করেছিলেন। তবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে সভার অনুমতি না পাওয়ায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিষয়টি বর্তমানে বিচারাধীন, এবং আদালতের সিদ্ধান্তের দিকে রাজ্যবাসী ও রাজনৈতিক মহলের দৃষ্টি নিবদ্ধ রয়েছে।
মন্দিরের উদ্বোধন যেমন ধর্মীয় আবেগের এক বিশাল উৎসব হতে চলেছে, তেমনি তা রাজনৈতিক হিসেবনিকেশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ইঙ্গিতবাহী হয়ে উঠেছে। দিঘায় এই ঐতিহাসিক দিনে ধর্মীয় শ্রদ্ধা এবং রাজনৈতিক কৌশলের এক মেলবন্ধন দেখা যাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
অক্ষয় তৃতীয়ার এই মহোৎসবে দিঘা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। রাজ্যবাসীর চোখ এখন বুধবারের দিকে — যেখানে একদিকে আধ্যাত্মিক উচ্ছ্বাস, অন্যদিকে রাজনৈতিক উত্তাপের এক যুগলবন্দি প্রত্যক্ষ করার অপেক্ষায় সকলেই।