কলকাতাদেশবিনোদনরাজ্যসাহিত্যের পাতা

ব্রততী পরম্পরার আয়োজনে “কবিতা উৎসব”২০২৫-এ পি.সি. চন্দ্র গার্ডেন্সে

সৈকত দাস,কলকাতা:   ব্রততী পরম্পরার ১০ম বর্ষপূর্তি এবং কাব্যায়নের (ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আরেক প্রশিক্ষণ কেন্দ্র) ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে “কবিতা উৎসব”, যা অনুষ্ঠিত হলো ৮ ও ৯ মার্চ ২০২৫-এ পি.সি. চন্দ্র গার্ডেন্সে।

এই বছরের কবিতা উৎসবের শিরোনাম “শব্দেরা আমার বাগানে”।

৮ই মার্চ, বিতর্ক ও স্পোকেন ওয়ার্ড, আবৃত্তি, নাটকের মৌলিক শিক্ষা, সঞ্চালনা, ভয়েস থেরাপি এবং মোটিভেশনাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়, যেখানে বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন—ডাঃ কুণাল সরকার, শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী সোহিনী সেনগুপ্ত, আরজে অগ্নি, ডাঃ সোমনাথ মুখোপাধ্যায় এবং শ্রী মৃণাল চক্রবর্তী—প্রায় ৩৫০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়।

কবিতা উৎসবের মূল অনুষ্ঠান শুরু হয় ৯ই মার্চ, বিকেল ৩.৩০ মিনিটে, পি.সি. চন্দ্র গার্ডেনের মেপল লনে। ব্রততী পরম্পরার ২৫০ জন শিক্ষার্থীর পাশাপাশি এতে অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট কবি, শিল্পী ও পারফর্মাররা।

উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট লেখক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় কবি শ্রী সুবোধ সরকার এবং স্বয়ং শ্রীমতি ব্রততী বন্দ্যোপাধ্যায় ।

এছাড়াও, কিংবদন্তি সঙ্গীতকার সলিল চৌধুরীর ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানালেন কল্যাণ সেন বরাট এবং কলকাতা কয়ারের শিল্পীরা, সঙ্গে ছিলেন ব্রততী পরম্পরার তিনজন প্রতিভাবান আবৃত্তিশিল্পী।

এছাড়াও জি সারেগামাখ্যাত সঙ্গীত শিল্পী আরাত্রিকা সিনহা আবৃত্তি ও সঙ্গীতের এক অনন্য যুগলবন্দি উপস্থাপন করেন।

এই অনুষ্ঠানে কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে লোপামুদ্রা মিত্র এবং সুমন্ত্র সেনগুপ্ত গান ও কবিতার এক বিশেষ পরিবেশনা উপস্থাপন করেন।

কবি সুবোধ সরকার ও শ্রীজাত প্রেমের কবিতা পাঠ করেন “সুন্দর রহস্য” শীর্ষক পর্বে, এবং প্রচেত গুপ্ত শোনাবেন প্রেমের গল্প।

এছাড়াও, সন্ধ্যাকে আরও মোহময় করে তুলতে গায়ক সমন্তক ও কবি তন্ময় চক্রবর্তী, যারা প্রেমের গান ও কবিতা পরিবেশন করেন।

রত্না মিত্র, প্রণতি ঠাকুর ও সুতপা বন্দ্যোপাধ্যায় “উজ্জীবন” শীর্ষক এক বিশেষ পর্বে কবিতা পাঠ করেন।

এই অনুষ্ঠানে শতবর্ষে শ্রদ্ধা জানানো হয় কিংবদন্তি সংগীতশিল্পী সুচিত্রা মিত্র এবং কানিকা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া, “চণ্ডালিকা” নাটক থেকে অনুপ্রাণিত হয়ে সুচিত্রা মিত্র ও ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একসময়ের জনপ্রিয় অ্যালবাম “চণ্ডালিকা”-কে নতুন আঙ্গিকে উপস্থাপন করেন ব্রততী বন্দ্যোপাধ্যায় ও জয়তী চক্রবর্তী।

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *