নিজস্ব প্রতিবেদন :- খাদান সিনেমার প্রমোশনে হাওড়ার আন্দুলে ওয়েলিংটন হলে এলেন দেব এবং খাদান সিনেমার অভিনেত্রী ইধিকা পাল এবং বরখা বিস্ত | ভিড় সামলাতে না পেরে দর্শকদের আটকে রাখল সাঁকরাইল থানার পুলিশ | হলের ভিতর যে সিট সংখ্যা আছে তার অধিক দর্শক ঢুকে পড়েছে | এর ফলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় |একসময় পুলিশের সঙ্গে রীতিমতো ঠেলাঠেলি শুরু হয় জনতার | যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারতো |
অভিনেতা দেবের আলাদাই ফ্যানবেস | ভোটের প্রচার হোক কিংবা ছবির প্রচার,উপচে পড়া ভিড় সব সময়ই নজরে এসেছে |
দেবের আসার খবরে এদিন বিকেল থেকেই ভক্তদের ভিড় বাড়তে থাকে সেখানে | অভিযোগ সিনেমা হলে নির্দিষ্ট সিট থাকলেও তার থেকে অতিরিক্ত আরও ১০০ সিটে টিকিট বিক্রি করা হয় কীভাবে | অন্যদিকে সাধারণ মানুষকে ফ্যানেদের কাছে যেতে বাধা দেওয়া বলে অভিযোগ |
অপরদিকে হল কর্তৃপক্ষ এবং পুলিশের হলে মিডিয়াকে ভিতরে ঢুকতে দিতে বাধা দেয় বলেও অভিযোগ | ব্যবস্থাপনা সামলানোর নাম করে পুলিশ প্রশাসনের অধিকাংশ টিম দেবকে দেখতে হলের ভিতরে প্রবেশ করে | দেবের ফ্যানেরা হাজার চেষ্টাতেও পৌঁছতে পারল না দেবের কাছে।