জেলাপ্রসাশনিক খবররাজনৈতিকরাজ্য

হাওড়া পুরনিগমে বড় পরিবর্তন — চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের পদত্যাগে জল্পনা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি: সৈকত দাস, হাওড়া

হাওড়া পুরনিগমে হঠাৎ করেই প্রশাসনিক অস্থিরতা। একসঙ্গে পদত্যাগ করলেন পুরনিগমের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী ও ভাইস-চেয়ারম্যান সৈকত চৌধুরী। এই পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। যদিও চেয়ারম্যান সুজয়বাবু দাবি করেছেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই।

জানা গিয়েছে, গত সপ্তাহেই (২৫–২৬ অক্টোবরের মধ্যে) নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সুজয় চক্রবর্তী। কিছুদিন আগেই ভাইস-চেয়ারম্যান সৈকত চৌধুরীও নিজের পদ থেকে ইস্তফা দেন। একসঙ্গে দুই শীর্ষ আধিকারিকের এই পদত্যাগে স্বাভাবিকভাবেই প্রশাসনিক দপ্তর এবং রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে।

সুজয় চক্রবর্তী বলেন, “কেউ আমাকে পদত্যাগ করতে বলেননি। আমি নিজেই ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। চিকিৎসক হিসেবে আমার দায়িত্ব ও পুরনিগমের কাজ — দুই দিক সামলাতে পারছিলাম না।”

তবে পুরনিগমের ভিতরে-বাইরে শোনা যাচ্ছে অন্য সুর। সূত্রের খবর, হাওড়া শহরে দীর্ঘদিন ধরে নিকাশি, ময়লা অপসারণ, রাস্তার বেহাল অবস্থা নিয়ে নাগরিক ক্ষোভ জমেছিল। এই অসন্তোষ প্রশাসনের উপর চাপ ফেলেছিল বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

উল্লেখ্য, হাওড়া পুরনিগমে বহু বছর ধরে নির্বাচিত বোর্ড নেই। প্রশাসক মণ্ডলীর হাতেই চলেছে পুরসভার কাজ। ফলে আসন্ন নির্বাচনের আগে এই পদত্যাগকে অনেকেই একপ্রকার “প্রশাসনিক পুনর্গঠনের ইঙ্গিত” বলেই মনে করছেন। শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য বিষয়টি হালকাভাবে নিয়ে বলেছে, “এটি ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”

হাওড়া পুরনিগমে প্রায় ৫০টিরও বেশি ওয়ার্ড রয়েছে, প্রায় ১৫ লক্ষ মানুষের বসবাস। নাগরিক পরিষেবার নানা সমস্যা নিয়ে ক্ষোভ রয়েছে জনমানসে। ফলে পুরনিগমের দুই শীর্ষ কর্তার একযোগে পদত্যাগ প্রশাসনিকভাবে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানের পদত্যাগের পর কে দায়িত্ব নেবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে পুর ও নগর উন্নয়ন দপ্তর সূত্রে খবর, খুব শিগগিরই নতুন প্রশাসক বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে।

এই পদত্যাগের ফলে হাওড়া পুরনিগমে নতুন নেতৃত্বের আগমন কতটা দ্রুত হয় এবং তাতে প্রশাসনিক কার্যকারিতায় পরিবর্তন আসে কি না, সেদিকেই এখন তাকিয়ে হাওড়ার নাগরিকরা।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *