সৈকত দাস, হাওড়া:
পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের আওতায় সারা রাজ্য জুড়ে গ্রামীণ ও শহরাঞ্চলে ব্যাপক হারে রাস্তা উন্নয়নের কাজ চলছে। এই প্রকল্পের অংশ হিসেবে হাওড়া জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় আগামী দিনেও নতুন করে রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হতে চলেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, হাওড়া জেলায় মোট ৪৯৮টি রাস্তা, প্রায় ৯২৪ কিলোমিটার দৈর্ঘ্যের নির্মাণ ও উন্নয়ন কাজ সম্পন্ন হবে। এই বৃহৎ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৫০,৫৩১ লক্ষ টাকা।
এই প্রকল্পের চতুর্থ পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি হাওড়ার উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের রঘুদেবপুর ব্লকের ঘোষালচক গ্রাম পঞ্চায়েতের অধীন শিবরাম চক এলাকায় একটি রাস্তা নির্মাণ কাজের সরকারি উদ্বোধন করা হয়। শিবরাম চক পিআরজি প্রাইমারি স্কুলের সামনে অবস্থিত মৈনুর তরফদারের বাড়ি থেকে আলমগীরের দোকান পর্যন্ত রাস্তার কাজের সূচনা হয় এইদিন।
















