জেলাদুঃসাহসিক কাজপ্রসাশনিক খবররাজ্য

ডাকাতি রুখতে মগরা থানার পুলিশের রুদ্ধশ্বাস অভিযান ,আগ্নেয়াস্ত্র ও মোটরবাইক সহ গ্রেফতার দুই কুখ্যাত দুষ্কৃতী

 

খবরের সন্ধানে নিউজ ডেস্ক,হুগলি: বর্ষবরণের রাত থেকেই মগরা থানা এলাকার বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদের সন্দেহজনক গতিবিধির খবর পেতে শুরু করে পুলিশ। গোপন সূত্রে জানা যায়, একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং যে কোনো সময় বড়সড় ডাকাতির পরিকল্পনা করছে। বিষয়টির গুরুত্ব বুঝে তৎপর হয় মগরা থানার পুলিশ।

মগরা থানার ইনচার্জ সৌমেন বিশ্বাস দ্রুত একটি ট্যাকটিক্যাল টিম গঠন করেন। তাঁর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর আকাশ দাস, সাব-ইন্সপেক্টর পার্থ বড়ুয়া ও সাব-ইন্সপেক্টর অক্ষয় পাল সহ থানার ফোর্স বিভিন্ন এলাকায় নজরদারি ও ধারাবাহিক অভিযান শুরু করে। অভিযানে ব্যবহার করা হয় একাধিক ম্যানুয়াল ও টেকনিক্যাল সোর্স, পাশাপাশি ওসি SOG-এর সহায়তাও নেওয়া হয়।

এরই মধ্যে ৩ জানুয়ারি ২০২৬, গভীর রাতে খবর আসে যে কয়েকজন দুষ্কৃতী মগরা থানার অন্তর্গত দিগশুই এলাকায় জড়ো হয়ে ডাকাতির ছক কষছে। খবর পাওয়া মাত্রই আইসি সৌমেন বিশ্বাসের নেতৃত্বে পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং হানা দেয়।

অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে দুই কুখ্যাত দুষ্কৃতী। তাদের কাছ থেকে উদ্ধার হয়—

একটি ৭ এমএম পিস্তল,এক রাউন্ড গুলি,একটি মোটরবাইক, এবং একটি ভোজালি (ধারালো অস্ত্র)।

ধৃতদের পরিচয়—

১) অজয় দুলে ওরফে সঞ্জয় (২৯), বাড়ি দাদপুর।

২) রূপ চাঁদ মান্ডি (৩৫), বাড়ি মগরা।

এই ঘটনায় মগরা থানায় পুলিশের পক্ষ থেকে সুয়ো মোটো অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার বিবরণ—

মগরা থানা মামলা নং: ৯/২৬, তারিখ: ৪.০১.২০২৬

ধারা: ৩১০(৪)/৩১০(৫) ভারতীয় ন্যায় সংহিতা এবং ২৫/২৭ অস্ত্র আইন।

ধৃতদের পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশ করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে এবং জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে।

মগরা থানার এই তৎপর অভিযানে বড়সড় ডাকাতির ছক ভেস্তে যাওয়ায় এলাকায় স্বস্তির হাওয়া বইছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই দ্রুত ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *