সৈকত দাস, কলকাতা:
“সন্ত্রাস নয়, চাই শান্তি”— এই আহ্বানকে সামনে রেখে পাথুরিয়াঘাটা বালক সংঘ ক্লাব আয়োজন করল এক মৌন মোমবাতি মিছিল। কাশ্মীরের পেহেলগাঁও-এ জঙ্গি হামলায় নিহত ভারতীয় পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই মানবিক উদ্যোগ। অন্ধকারে আলোর দ্যুতি ছড়িয়ে, নীরব পদযাত্রায় উচ্চারিত হলো প্রতিবাদের জোরালো বার্তা— আর না, আর একটিও প্রাণহানি নয়!
রবিবার সন্ধ্যায় মিছিলটি শুরু হয় পাথুরিয়াঘাটা বিনানী ভবনের সামনে থেকে। মালাপাড়া পেরিয়ে শেষ হয় জগন্নাথ মন্দিরের সন্নিকটে। হাতে হাতে জ্বলছিল মোমবাতি— আর হৃদয়ে ছিল গভীর শোক, আর একটি দৃঢ় অঙ্গীকার— পেহেলগাঁওয়ের ঘটনা যেন আর কখনও না ঘটে।
মিছিলে অংশ নেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিপ্রা ভট্টাচার্য্য, ঋষিকেশ ভট্টাচার্য্য, অজয় ভট্টাচার্য্য, গোপাল তিওয়ারি এবং ২১ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি পাপ্পু তিওয়ারি সহ ক্লাবের সদস্য ও বহু স্থানীয় বাসিন্দা।
পদযাত্রা শেষে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালনের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ক্লাবের এক সদস্য জানান, “সন্ত্রাসবাদ মানবতার পরিপন্থী। পেহেলগাঁওয়ে যা ঘটেছে, তা আমাদের নাড়া দিয়েছে। এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে আমরা পথে নেমেছি।”
এই পদক্ষেপ প্রমাণ করে— সাধারণ মানুষই কখনও কখনও সবচেয়ে বড় বার্তাবাহক হয়ে ওঠে, যখন মানবতা প্রশ্নের মুখে পড়ে।