রাজ্য

ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষের উদ্যোগে ” ইউপিএসসি ও ডব্লিউ বি সি এস” এর বিনাব্যয়ে কোচিং সেন্টারের উদ্বোধন

সৈকত দাস,(হাওড়া) :- উচ্চ শিক্ষার জন্য আমাদের রাজ্যের বহু ছাত্র-ছাত্রীদের বহু টাকার বিনিময়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে শংসাপত্র গ্ৰহন করতে হয়, অধিকাংশরাই পারেন না এই সুযোগ গ্ৰহন করতে, টাকা পয়সার অভাবে। মাননীয় মূখ্যমন্ত্রী মানবিক হয়ে এই রাজ্যের অভাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন। তিনি উচ্চ শিক্ষার আগ্ৰহী ছাত্র ছাত্রীদের জন্য রাজ্যের প্রতিটি জেলায় জেলায় বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, আরও অনেক স্থানে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তুলতে রাজ্যের প্রতিটি স্তরের তাঁর দলের বিধায়ক থেকে সাংসদের উদ্যোগি হতে বলেছেন। তাঁর ডাকে সাড়া দিয়ে,২৩শে জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে হাওড়ার জগদীশপুর বাসস্ট্যান্ডে ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষের উদ্যোগে সংসদ তহবিলে আয়োজিত ইউপিএসসি ও ডব্লিউ বি সি এস এর বিনাব্যয়ে কোচিং সেন্টারের উদ্বোধন হয়।

 

এই দিনে প্রায় ১০০ জন আগ্ৰহী ছাত্র ছাত্রীদের ইউপিএসসি(UPSC) ও ডব্লিউবিসিএস(WBCS) পরিক্ষার প্রস্তুতির জন্য কোচিং সেন্টারে ভর্তির ফর্ম ফিলাপ করানো হয়। এই প্রতিষ্ঠানটি হাওড়ার জগদীশপুরে স্থাপন করা হয়। আপাতত ৩০ জন ছাত্র ছাত্রীদের জন্য আসন সংখ্যার ব্যবস্থা করা হয়েছে এই কোচিং সেন্টারে। যেখানে আগ্ৰহী ছাত্র ছাত্রীদের বিনামূল্যে অভিজ্ঞ সম্পন্য শিক্ষকদের দ্বারা কোচিং দেওয়া হবে।


এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডোমজুড়ের বিধায়ক কল্যান ঘোষ বলেন বাংলা থেকে  কেন কেউ  ডি এম , এস পি হবে না ? তাই ডোমজুড়ের জগদীশপুরে ইউপিএসসি ও ডব্লিউ বি সি এস এর ফ্রি কোচিং করানোর ব্যবস্থা করা হল । তিনি বলেন এখন পর্যন্ত তিরিশ জনকে অফলাইনে ক্লাস করানো হবে।  ফেব্রুয়ারি থেকে শুরু হবে ক্লাস । এই অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরে বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাক্তার সুজয় চক্রবর্তী, বালি বিধায়ক ডাঃ রানা চ্যাটার্জি, ডোমজুড় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লা, হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুরজিত মুখার্জি, জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য প্রমুখ।

 

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *