https://youtu.be/uc8u_TVAvq0?feature=shared
সৈকত দাস,হাওড়া:- প্রতি বছরের ন্যায় এবছরও ট্রাফিক সচেতনতামূলক প্রচার করেন হাওড়া সিটি পুলিশ। সোমবার ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রোড সেফটি সপ্তাহ পালন করলো ধুলোগর ট্রাফিক গার্ড । এদিন সকাল থেকেই নিবরা ট্রাফিক পয়েন্টেে পালিত হল রাস্তা চলাচলের সচেতনতামূলক নানান অনুষ্ঠান । পাশাপাশি এখানে অবস্থিত সেভ ড্রাইভ সেভ লাইফ পার্কেও হল অনুষ্ঠান ।

এদিন রোড সেফটি নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, পথনাটিকা ও গাড়ির চালকদের বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল । পাশাপাশি, যারা সারা বছর ট্রাফিক পরিষেবা নিয়ে ভাল কাজ করেছেন তাদেরকেও পুরস্কৃত করা হল।








