কলকাতাবাঙালির পুজোরাজ্য

মহাশ্বেতার আরাধনায় দাশনগর এভারগ্ৰীন ফ্রেন্ডস

সৈকত দাস,হাওড়া:–বসন্ত পঞ্চমী মানেই হলুদ শাড়ি, পাঞ্জাবি, কুর্তা-পায়জামায় সেজে ওঠার দিন।বিদ্যা, সঙ্গীত ও শিল্পের দেবী মা সরস্বতীর পুজো মানেই বাঙালিদের কাছে ভালবাসার দিন , আবেগের দিন। সরস্বতী পুজোকে বাঙালির প্রেমদিবস, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-ও বলা হয়। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো হয়। অনান্য পুজোর মধ্যে এই পুজো বাঙালির প্রাণের পুজোর স্বীকৃতি পেয়েছে। সারা দেশে এই দিনটি নানা ভাবে পালিত হয়। সরস্বতী পুজো উপলক্ষ্যে স্কুল-কলেজে-বাড়িতে বাড়িতে পুজোর আয়োজনে সামিল হয় পড়ুয়ারা। স্কুল, কলেজ থেকে বাঙালির ঘরে ঘরে বাগদেবীর আরাধনায় মেতে ওঠেন সকলে। সরস্বতী পুজোর দিনে বাড়ির পুজো সামলে, পড়ুয়ারা বেড়িয়ে পরে পাড়ায় পাড়ায় তৈরি হওয়া পুজো মন্ডপে। এমনি চিত্র নজরে পরলো শিল্প নগরী হাওড়ায়। নজর কাড়তে হাওড়া প্রতিটি ক্লাব সংগঠনগুলি দূর্গা পূজার মতো প্রতিযোগিতামূলক পুজোর আয়োজন করেছেন প্রতি বছরের মতোন ।


হাওড়ার দাসনগর এভারগ্ৰীন ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় বাগদেবীর আরাধনার আয়োজন করেন, সুসজ্জিত মন্ডপ সজ্জার মাধ্যমে। এই দিন অর্থাৎ রবিবার ২রা ফেব্রুয়ারি উৎসবের আমেজে মেতে উঠলো এই ক্লাব।

বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উদ্বোধন করেন সুসজ্জিত তাদের মন্ডপ। উপস্থিত ছিলেন ডোমজুড় কেন্দ্রের তৃণমূল বিধায়ক মাননীয় কল্যাণ ঘোষ, সমাজসেবী অসিত চ্যাটার্জি মহাশয়, অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ,সহ আরো অন্যান্য বিশিষ্ট অতিথির সমাগম যেন চাঁদের হাট বসলো। সাথে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনেই মানুষের ঢল লক্ষ্য করা যায় এই মন্ডপ পরিদর্শন করতে।

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *