খবরের সন্ধ্যানে নিউজ প্রতিবেদন:
কলকাতা পুলিশের পক্ষ থেকে শহরের নির্দিষ্ট ৮টি গুরুত্বপূর্ণ রাস্তায় পাঁচজনের বেশি সশস্ত্র জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নগরপাল মনোজ কুমার ভার্মা এই নির্দেশিকা জারি করেছেন।
লালবাজার পুলিশ সদর দফতর থেকে জারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী তিন মাস এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এই এলাকাগুলিতে লাঠি, অস্ত্রশস্ত্র বা প্রাণঘাতী বস্তু নিয়ে পাঁচজনের বেশি মানুষ একত্রিত হতে পারবেন না।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের সেকশন-২ ও সেকশন ১৬৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
নিষেধাজ্ঞা জারি করা রুটগুলো:
১. বলরাম বোস ঘাট রোড থেকে টালিনালা হয়ে হরিশ মুখার্জি রোডের উত্তর দিক পর্যন্ত
২. হরিশ মুখার্জি রোড থেকে বলরাম বোস ঘাট হয়ে হাজরা ক্রসিং পূর্ব দিক পর্যন্ত
৩. হাজরা রোড ক্রসিং থেকে হরিশ মুখার্জি রোড হয়ে রাখল দাস আডি ক্রসিং দক্ষিণ দিক পর্যন্ত
৪. টালিনালা থেকে হাজরা রোড হয়ে বলরাম বোস ঘাট রোড পশ্চিম দিক পর্যন্ত
৫. মতিঝিল বসতি রোড থেকে আলিপুর জেল মিউজিয়াম হয়ে ভবানীপুর পিছন দিক থেকে পূর্ব দিক জজেস কোর্ট রোড পর্যন্ত।
৬. জজেস কোর্ট থেকে বেকার রোড ক্রসিং হয়ে বেলভেদিয়ার রোড ক্রসিং ও ৩২ নম্বর বেলভেদিয়ার রোড পশ্চিম দিক পর্যন্ত
৭. ৩২ নম্বর বেলভেদিয়ার রোড উত্তর দিক থেকে প্রেসিডেন্সি জেলের দেওয়াল বরাবর মতিঝিল বসতি পর্যন্ত
৮. আলিপুর জেল মিউজিয়ামের পাঁচিল থেকে জজেস কোর্ট রোড হয়ে দক্ষিণ দিকে বেকার রোড ক্রসিং পর্যন্ত
এই নির্দেশিকা সমস্ত থানায় এবং ডেপুটি কমিশনার দফতরে নোটিশ আকারে টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।