
খবরের সন্ধানে, সৈকত দাস, হাওড়া: কিশোরদের প্রিয় পত্রিকা ‘শরৎশশী’ তাদের সুদীর্ঘ ৪৩ বছরের যাত্রাপথে পা রেখে উদযাপন করল বিশেষ বর্ষ। ১৯৮৪ সালে পথচলা শুরু করা এই কিশোর পত্রিকাটি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সাহিত্য, সৃজনশীলতা ও সংস্কৃতির ধারক হিসেবে পাঠকমহলে এক আলাদা পরিচিতি গড়ে তুলেছে।

এই উপলক্ষে রবিবার হাওড়ার শিবপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠান। অনুষ্ঠানে ছিল পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক পরিবেশনা ও মনোজ্ঞ অনুষ্ঠান, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মন কেড়ে নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদার খ্যাতনামা পত্রিকা ‘গৌড়দর্পণ’-এর সম্পাদক মহ. নাজির হোসেন। তিনি ‘শরৎশশী’-র দীর্ঘ পথচলার ভূয়সী প্রশংসা করে বলেন, কিশোরদের মননে সাহিত্যচর্চার বীজ বপনে এই পত্রিকার ভূমিকা অনস্বীকার্য।

অনুষ্ঠানের সূচনা করেন ‘শরৎশশী’ পত্রিকার সম্পাদক অরূপ দাস। তিনি নিজেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, পাঠকদের অগাধ ভালোবাসা ও নবীন লেখকদের সক্রিয় অংশগ্রহণই ‘শরৎশশী’-কে আজ এই সুদৃঢ় অবস্থানে পৌঁছে দিয়েছে। তাঁর কথায়, এই বিশেষ বর্ষ শুধুমাত্র অতীতের সাফল্য উদযাপন নয়, বরং ভবিষ্যতের সাহিত্যযাত্রাকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করানোর একটি অঙ্গীকার।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে কিশোর ও তরুণ লেখক-শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা নবীন প্রজন্মের সৃজনশীলতাকে আরও উৎসাহিত করে।
অনুষ্ঠানের শেষপর্বে জনপ্রিয় ম্যাজিসিয়ান বি. কুমার-এর ম্যাজিক শো দর্শকদের বিশেষভাবে আনন্দিত করে। করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা সভাঘর।

সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এই মিলনমেলায় ‘শরৎশশী’-র ৪৩ বছরের পথচলা এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকল শিবপুরবাসী ও সাহিত্যপ্রেমীদের কাছে।








