প্রতিবেদন: সৈকত দাস, কলকাতা :
মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সকলের প্রিয় প্রয়াত মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয়ের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলেন মানিকতলা বিধানসভার বিধায়িকা শ্রীমতি সুপ্তি পাণ্ডে। তার উদ্যোগে ২ জুলাই ২০২৫, মঙ্গলবার বিকেল পাঁচটায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের পরিচালনায় উত্তর কলকাতার অন্তর্গত ৩৭ নম্বর ক্যানাল ওয়েস্ট রোডে সুফল বাংলার একটি স্থায়ী বিপণির শুভ উদ্বোধন হয়।
এই নতুন স্থায়ী বিপণি পরিচালনা করবে পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড (WBAMC)। লক্ষ্য একটাই — চাষিদের ফলানো তাজা ও স্বাস্থ্যকর কৃষিপণ্য সরাসরি মধ্যস্বত্বভোগী ছাড়াই পৌঁছে যাবে শহরবাসীর রান্নাঘরে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়িকা শ্রীমতি সুপ্তি পাণ্ডে, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, পৌরপিতা শ্রী অমল চক্রবর্তী, পৌরমাতা শ্রীমতি মিনাক্ষী গাঙ্গুলি , সাধন পান্ডে ও সুপ্তি পান্ডের কন্যা শ্রেয়া পান্ডে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সুফল বাংলার এই বিপণিতে পাওয়া যাবে—
- শীতকালীন ও গ্রীষ্মকালীন নানান ধরনের তাজা সবজি
- মিনিকিট সাটিয়া, কালো চাল, তুলাইপাঞ্জি, গোবিন্দভোগসহ বিভিন্ন প্রকার সুগন্ধী চাল
- মুখমসুর, কলাই, ছোলা, মটরসহ নানা রকম ডাল
- দুধ, দই, পনির, লুচি ও অন্যান্য দুগ্ধজাত সামগ্রী
- প্রাণিসম্পদ বিকাশ নিগমের ড্রেসড চিকেন, চিকেন সসেজ, সালামি, দেশি মুরগির মাংস
- খাঁটি কোল্ড-প্রেসড সরষের তেল, বিভিন্ন রকম মসলা
- প্রশিক্ষণ ও সংরক্ষণ কেন্দ্র প্রস্তুত আম, পেয়ারা, টমেটো প্রভৃতি দিয়ে তৈরি জ্যাম, জেলি, আচার, চাটনি, কাসুন্দি
- এছাড়াও আটা, ছাতু, বেসন, খাঁটি ঘি সহ নানা ঘরোয়া খাদ্যদ্রব্য।
বিপণিটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে, যা সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় বাজারের একটি নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিকল্প হয়ে উঠবে।
এই উদ্যোগ নিঃসন্দেহে সাধন পান্ডে মহাশয়ের মানুষের জন্য কাজ করার অঙ্গীকারকে বাস্তব রূপ দেওয়ার পথে একটি মাইলফলক। মানিকতলার এই সুফল বাংলা বিপণি শুধু বাজার নয়, এক নতুন দিশা— কৃষক ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের এক অনন্য উদাহরণ।