কলকাতাযাত্রী পরিবহন বিষয়করাজ্য

ব্যান্ডেলে ওভারহেড তার ছিঁড়ে হাওড়া মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত, অফিস টাইমে প্রবল ভোগান্তি চরমে

হুগলি: বৃহস্পতিবার সকালে পূর্ব রেলের হাওড়া শাখায় ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা।  অফিস টাইমে ট্রেন বন্ধের জেরে ভোগান্তি পোহাতে হয় নিত্য যাত্রীদের। সূত্রের খবর, ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে গিয়েই ঘটে বিপত্তি। হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে বর্ধমান ও কাটোয়াগামী ট্রেন পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে। সকাল সকাল গন্তব্যে পৌঁছতে গিয়ে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। আপ ও ডাউন উভয় লাইনেই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ওভারহেড তার ছিঁড়ে পড়ায় বন্ধ করা হয়েছে বিদ্যুৎ সংযোগ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল স্টেশন ছেড়ে হুগলি স্টেশনের দিকে আসছিল ডাউন ৩৭৮২৪ বর্ধমান হাওড়া লোকাল। সেসময়ই ট্রেনটির প্যান্টোগ্রাফ ভেঙে গিয়ে হয় বিপত্তি। যার জেরে সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের ওভারহেডের তার ছিঁড়ে যায়। হুগলি ঢোকার আগেই দাঁড়িয়ে পড়ে ট্রেন।ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে রেলের ইনস্পেকশন কার। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। অফিসমুখী যাত্রীরা ইতিমধ্যেই স্টেশনে পা রেখে ট্রেনের অপেক্ষায় বসে রয়েছেন। হাওড়া বর্ধমান মেইন লাইনে চলছে না ট্রেন। ফলে চন্দননগর, চুঁচুড়া, মানকুন্ডু, ভদ্রেশ্বরের মতো স্টেশনগুলিতে ক্রমেই বাড়ছে থিকথিকে ভিড়। ট্রেন বন্ধে প্রত্যেক স্টেশনে বাড়ছে ভিড়।

তবে রেল সূত্রে খবর, চুঁচুড়া থেকে ডাউনে আপাতত হাওড়ার দিকে স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ সময় লাগবে। ওই শাখার প্রত্যেক স্টেশনের প্ল্যাটফর্মে এমনটাই ঘোষণা করা হচ্ছে। ব্যান্ডেলে ঢোকার মুখে কাটোয়া ও বর্ধমান লাইনের একাধিক ট্রেনও দাঁড়িয়ে পড়েছে বিভিন্ন স্টেশনে। যাত্রীদের দেওয়া ভিডিওতেই দেখা যায়, ট্রেন থেকে নেমে প্রাণের ঝুঁকি নিয়ে লাইন ধরে হাঁটছেন শয়ে শয়ে লোক।

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *