
কলকাতা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী সারা বিশ্বজুড়ে ১.৫ বিলিয়ন মানুষ শ্রবণ সমস্যায় ভুগছেন।
২০৫০ সালের মধ্যে যা ২.৫ বিলিয়নে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে।

এর মধ্যে ১ বিলিয়নের বেশি তরুন তরুণী উচ্চস্বরে গান শোনা ও অতিরিক্ত হেডফোন ব্যবহারের কারণে ঝুঁকিতে রয়েছেন। ভারতবর্ষেও প্রতিবছর ১.১৭ লক্ষ শিশু জন্মগতভাবে শ্রবণ প্রতিবন্ধী হয়ে জন্মায়। অথচ উপযুক্ত সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসক বা শ্রবণ বিশেষজ্ঞদের পরামর্শ নিলে কানে শোনা,কথা বলার সমস্যা সহ নানা অসুবিধা বহুলাংশে সমাধান করা যায়।

এই কথা মাথায় রেখেই প্রতি বছর ৩ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব শ্রবণ দিবস। কলকাতায় এ উপলক্ষে স্পিচ এন্ড হিয়ারিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হলো রাসবিহারী ক্রসিং থেকে গড়িয়াহাট পর্যন্ত। বাক ও শ্রবণ বিশেষজ্ঞদের পাশাপাশি যারা এই ধরনের সমস্যায় ভুগছেন সেই সব ছেলে মেয়ে এবং তাদের বাবা-মায়েরাও পদযাত্রায় অংশ নেন। তবে পদযাত্রার মূল উদ্যোক্তা ও সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ শাহিদুল আরেফিন বলেন, এবছর বিশ্ব শ্রবণ দিবসের মূল থিম হল ‘ভাবনার পরিবর্তন আনুন, নিজেকে সচেতন করুন। সবার জন্য কান ও শ্রবন সুরক্ষা নিশ্চিত করুন।’








